নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
ফের ঝাড়খণ্ডে আলু পাচার রুখে দিল পুলিশ। হাতেনাতে ধরল পিক আপ ভ্যান। বাজেয়াপ্ত করল আড়াই কুইন্টাল আলু সহ পিক আপ ভ্যানটি। গ্রেফতার করা হয়েছে দুজনকে। ঘটনা বলরামপুরে।
বোরোর পর এবার বলরামপুর। মাঝ রাতে ত্রিপল মোড়া অবস্থায় ঝাড়খন্ডে যাওয়ার পথে পিক আপ ভ্যানটি থামায় পুলিশ। সন্দেহ হওয়ায় ত্রিপল খুলে দেখা যায় পিক আপ ভ্যানটি আলু বোঝাই। পুলিশের প্রশ্নের অভিযুক্তরা কোনো সদুত্তর দিতে পারেনি বলে দাবি। এমনকি ওই আলুর কোনো চালানও তারা পুলিশকে দেখাতে পারেনি।আলু পাচারের এই ঘটনায় চালক সহ দুজনকে গ্রেফতার করেছে বলরামপুর থানার পুলিশ। তারা হলো বলরামপুরের গোশালা মোড়ের বাসিন্দা বিকাশ গোপ এবং বাঘাডি গ্রামের বাসিন্দা হীরালাল কুমার। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment