তাপস কুইরি, ঝালদা :
মানভূমের অমর স্বাধীনতার সংগ্রামী সত্যকিঙ্কর দত্তর নামে মিউজিয়াম উদ্বোধন করেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই মিউজিয়াম আজ ধুঁকছে সংস্কারের অভাবে। ভগ্নদশা আর আলোর অভাবে আজ এই পবিত্র তীর্থক্ষেত্র পরিণত হয়েছে মদের ঠেকে। ঝালদা যুবশক্তির পক্ষে আজ প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর প্রয়াণ দিবসে ঝালদার সত্য মেলায় অবস্থিত শহিদ স্মৃতি মিউজিয়ামটি সংস্কারের দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ঝালদা ১ নম্বর ব্লকের বিডিওর কাছে।
যুবশক্তির সদস্যদের কথায়, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শহিদ সত্যকিঙ্কর দত্ত ও আরোও পাঁচজন শহিদের স্মৃতিতে ঝালদার সত্য মেলা প্রাঙ্গনে একটি মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কিন্তু বর্তমানে সেই মিউজিয়ামের বেহাল দশা। ভেঙে পড়েছে মিউজিয়ামের জানালা সহ বিভিন্ন অংশ। ভেতরে জমেছে নোংরা আবর্জনা। নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। প্রতিনিয়ত সেখানে বসে মদের ঠেক। চলে বিভিন্ন অসামাজিক কাজকর্ম। তাই এই মিউজিয়ামকে সংস্কার ও সংরক্ষণের দাবিতে এক নম্বর ব্লকের ভিডিওর কাছে দেওয়া হয় ডেপুটেশন। ঝালদা ১ নম্বর ব্লক যুবশক্তির পক্ষে প্রবিত মাহাতো বলেন, শহিদ স্মৃতি মিউজিয়ামটি সংস্কার ও সংরক্ষণের দাবি লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে জানানো হলো। ব্লক প্রশাসন যদি এই বিষয়ে উদ্যোগী না হন তাহলে আগামী দিনে ঝালদার যুব সমাজকে নিয়ে আন্দোলনের পথে নামবে যুবশক্তি।
মানভূম জেলার ঝালদা এলাকায় যুবকদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন ঝালদার সত্যকিঙ্কর দত্ত। ঝালদার যুবকদের লাঠিখেলা সহ অন্যান্য আত্মরক্ষার কৌশল ও আন্দোলনের পাঠ দিতেন তিনি। ১৯২৯ সালের ১০ই ডিসেম্বর বিষ মাখানো কুঠারের আঘাতে তিনি গুরুতর আহত হন। ১৩ই ডিসেম্বর তিনি শহিদ হয়েছিলেন। মানভূম জেলার বীর সন্তান সত্যকিঙ্কর দত্তর স্বাধীনতা আন্দোলনে অবদান অনস্বীকার্য। শুক্রবার ঝালদায় তাঁর ৯৬তম শহিদ দিবস পালন করা হলো যুবশক্তির পক্ষ থেকে। ঝালদা শহরে বিপ্লবী সত্যকিঙ্কর দত্তের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা যুবশক্তির জেলা ও ঝালদা ১ নং ব্লক নেতৃত্ব।











Post Comment