insta logo
Loading ...
×

গরুর গাড়ি চড়ে প্রোফেসর বধূ এলেন শ্বশুরবাড়িতে

গরুর গাড়ি চড়ে প্রোফেসর বধূ এলেন শ্বশুরবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

কুমোর পাড়ার নয়, এ গরুর গাড়ি বান্দোয়ানের। আর তাতে বোঝাই করা নেই কলসি হাঁড়ি। বরং তাতে লাল বেনারসি পরে নববধূ। তিনি আবার সাধারণ কোন গৃহবধূ নন। তিনি একজন অধ্যাপিকা। মাইক্রোবায়োলজির মতো গুরুগম্ভীর বিষয় পড়ান কলেজে! আর তাই গরুর গাড়িতে এ হেন নববধূকে দেখে উত্তাল নেটপাড়া।

সোশ্যাল মিডিয়ার যুগে সবটাই এখন ট্রেন্ডিং-এ। বিয়ে থেকে বউ ভাত সবকিছুতেই থাকে চর্চা। আর এমনই চর্চিত ভিডিও প্রকাশ্যে এসেছে পুরুলিয়ায়। গরুর গাড়িটিও সুন্দর করে সাজানো। সেখানে লাল টুকটুকে শাড়ি পড়ে বসে রয়েছেন নববধূ ও বর। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী নাচ-গানে মেতে উঠেছেন। এই দৃশ্য মুঠোফোনে বন্দি করতে ব্যস্ত সকলেই।

পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা কৃষ্ণেন্দু মাঝি। সুদূর উত্তরবঙ্গে জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের বোটানির অধ্যাপক তিনি। স্ত্রী মৈত্রী লেটও অধ্যাপিকা। বীরভূমের কুরুমগ্রামে মাইক্রোবায়োলজিতে অধ্যাপনা করেন তিনি।

বিয়ে করে নববধূকে নিয়ে গরুর গাড়িতে বাড়ি ফিরে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন কৃষ্ণেন্দু বাবু। এককালে গরুর গাড়িতে বউ আনার রীতি ছিল তাঁদের এলাকায়। কিন্তু বর্তমানে মার্সিডিজ, বিএমডব্লুর যুগে গরুর গাড়ি অতীত! আর সেখানে দাঁড়িয়ে পুরানো ঐতিহ্যকে নিজের বিয়ের অংশ করে তুললেন কৃষ্ণেন্দু। তাঁর বাবা ও ঠাকুরদা এভাবেই বাড়িতে বউ এনেছিলেন। আর তাই তিনিও সেই রীতিকেই বজায় রাখলেন।

Post Comment