insta logo
Loading ...
×

শীতঘুম নেই, জেগে অজগর

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

আর কবে যাবে তারা শীতঘুমে? জাঁকিয়ে শীত পড়েছে পুরুলিয়ায়।নিত্যনতুন রেকর্ড গড়ছে শীত। তবু অজগরের ঘুম নেই। দুটি আলাদা আলাদা এলাকা থেকে উদ্ধার হল দুটি অজগর। বৃহস্পতিবার সকালে পুঞ্চা থানার মেনিডি গ্রামের অদূরে রাস্তার পাশে বেড়া জালে একটি ময়ালকে আটকে থাকতে দেখা যায়। পরে পথচলতি মানুষজন ৫ ফুট লম্বা ওই সাপটিকে জাল মুক্ত করে ছেড়ে দেন। আবার এদিনই সন্ধ্যায় হুড়া থানার ফুটিয়ারি এলাকায় মন্দির চত্বরে একটি বাতাপি লেবুর গাছে একটি রক পাইথনকে চড়ে থাকতে দেখা যায়। হুড়া রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২০ কেজি ওজনের ৭ ফুট লম্বা ওই সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। আগে শোনা যেত শীতকালে সাপ শীতঘুমে যায়। তাই সেপ্টেম্বর, অক্টোবর মাসে পেট ভরে খেয়ে প্রোটিন সংগ্রহ করে শরীরে। সারা শীতকাল ধরে সেই প্রোটিন শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ সচেতন রাখতে সাহায্য করে। কিন্তু এবার সেই শীতঘুম কি উধাও? শীতকালেও মাঠেঘাটে দেখা মিলছে অজগরের।

Post Comment