নিজস্ব প্রতিনিধি, বোরো: এক বালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোকসন্তপ্ত বোরো থানার মামড়ো গ্রাম। মৃতার নাম অনুরূপা মাহাত (৭)। তার বাড়ি এই গ্রামেই । বৃহস্পতিবার অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে সে। তাকে বান্দোয়ান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রেফার করা হয় অনুরূপাকে। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চেতনহীন হয়ে পড়ে ওই বালিকা। মাঝরাস্তা থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক ওই বালিকাকে মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বোরো থানার পুলিশ।
Post Comment