insta logo
Loading ...
×

একা ঘরে বধূ, ধর্ষণের চেষ্টা, ধৃত যুবক

একা ঘরে বধূ, ধর্ষণের চেষ্টা, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি: বাড়িতে একাই ছিলেন গৃহবধূ। সেই একাকীত্বের সুযোগ নিয়ে হানা দিল যুবক। উঠল এক ঘৃণ্য অভিযোগ। বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষনের চেষ্টা। আর এই অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনা পুরুলিয়া জেলার সাঁওতালডি থানা এলাকায়। বুধবার অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। জানান, মঙ্গলবার রাত্রে তার বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। পরে তার চিৎকার চেঁচামেচিতে অভিযুক্ত যুবক সেখান থেকে পালায়। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে।
ধৃতের নাম বিপিন মাহাতো। সাঁওতালডি থানার ডুমুরডি গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। এদিনই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হয়েছে।

Post Comment