insta logo
Loading ...
×

শীতের কামড়ে মৃত্যু বৃদ্ধের !

শীতের কামড়ে মৃত্যু বৃদ্ধের !

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা: এক বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য পুরুলিয়ার পুঞ্চা থানার পায়রাচালি মোড়ে। দেহটি উদ্ধার হয় স্থানীয় একটি পরিত্যাক্ত যাত্রী প্রতিক্ষালয় থেকে। মৃতের নাম যুধিষ্ঠির গরাই (৭০)। তিনি বাঁকুড়া জেলার ইন্দপুর থানার পাতকুড়নি গ্রামের বাসিন্দা। এলাকার ভিক্ষা করে বেড়াতেন ওই বৃদ্ধ। রাতে পরিত্যাক্ত যাত্রী প্রতিক্ষালয়ে আশ্রয় নিতেন। গত দুদিন ধরে তাকে আর দেখা পাননি এলাকার মানুষ। ওই প্রতিক্ষালয় থেকে দুর্গন্ধ ছড়াতে দেখেই বিষয়টি জানাজানি হয়। পুলিশ দেহ উদ্ধার করে। বাবার মৃতদেহ সনাক্ত করেন নীলকন্ঠ গরাই। এলাকার মানুষজনের অনুমান প্রবল শীতে মৃত্যু হয়েছে বৃদ্ধের। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Post Comment