insta logo
Loading ...
×

সরকারি জমি দখল! জ্বললো আগুন!

সরকারি জমি দখল! জ্বললো আগুন!

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :

সরকারি জমি দখল করে নিয়েছে একটি বেসরকারি ফার্ম। এমন অভিযোগ উঠল পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের কালিদহ অঞ্চলের হুচুকপাড়া গ্রাম থেকে। এই গ্রামের বাদারগোড়া মোড় এলাকার মাঝামাঝি উলুবেড়িয়া গ্রামের সামনে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে ও পথ অবরোধ করেন গ্রামবাসীরা।

তাদের দাবি অবিলম্বে ওই সরকারি খাস জমি দখল মুক্ত করতে হবে। রাস্তা কোনরকম ভাবেই বন্ধ করা চলবে না। প্রশাসনকে মেটাল শহর স্টেশনে যাওয়ার রাস্তা চিহ্নিত করে দিতে হবে। এর পাশাপাশি ওই জমিতে কী প্রজেক্ট হবে তা আগাম গ্রামবাসীদের জানাতে হবে। গ্রামের বাসিন্দা নির্মল সরেন , অর্জুন হাঁসদা বলেন, মোট সাত একর সরকারি খাস জমির মধ্যে দেড় একর জমি এলাকাবাসীদের পাট্টা দেয় সরকার। কিন্তু ওই সমস্ত জমি হঠাৎ করে এক প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে দখল করতে চায়। এই বিষয়ে প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি তাই আমরা গ্রামবাসীরা রাস্তাতে আগুন জ্বালিয়ে ও পথ অবরোধ করে প্রতিবাদ জানালাম। এরপরও প্রশাসনের তরফ থেকে যদি কোন সুরাহা না মেলে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো।

Post Comment