insta logo
Loading ...
×

বাঁশের ব্যারিকেডে ঢেকেছে বরাবাজার

বাঁশের ব্যারিকেডে ঢেকেছে বরাবাজার

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার : বরাবাজার আসছেন? জানেন কি ঘুর পথে চলাচল করছে যানবাহন?
বলরামপুর থেকে বরাবাজার প্রবেশ করার মুখে ব্রিজের পর নদীর পুরনো কালভার্ট ভেঙে নতুন কালভার্ট তৈরি হচ্ছে। ফলে যানবাহন চলাচল করছে ঘুর পথে। বরাবাজার শাখারী বাইপাস রাস্তা ব্যবহার করার জন্য সকল যান চালকদের অনুরোধ করা হচ্ছে। বরাবাজার প্রবেশ করার প্রত্যেক মোড়ে মোড়ে রয়েছে বাঁশের ব্যারিকেড। রয়েছে পুলিশ। সকল যানবাহন চালকদের ঘুর পথে রাস্তা দেখানো হচ্ছে। ভাঙা রাস্তায় কেউ যাতে চলাচল না করেন, সচেতন করা হচ্ছে সে ব্যাপারে।

Post Comment