সম্রাট নাগ, বরাবাজার:
প্রতিবেশীদের বাড়িতে চড়াও হয়ে তাদের মারধর করার অভিযোগে এক ব্যাক্তি গ্রেফতার। তাকে গ্রেফতার করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম শক্তিপদ মাহাত। বরাবাজার থানার ধবেড়া গ্রামে তার বাড়ি। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
ধবেড়া গ্রামের কপুরা মাহাত বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন সোমবার বিকেলে অভিযুক্ত শক্তিপদ মত্ত অবস্থায় তাদের বাড়িতে এসে গালাগালি শুরু করে। প্রতিবাদ করায় তাকে এবং তার পুত্রবধূকে মারধর করে সে। চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এলে অভিযুক্ত পালিয়ে যায়। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Post Comment