insta logo
Loading ...
×

সিলিং বন্ধনে একাকী যুবক

সিলিং বন্ধনে একাকী যুবক

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি :

দরজা বন্ধ। বাইরে থেকে শত ডাকাডাকিতেও কোন সাড়াশব্দ নেই যুবকের। কোনমতে জানলার ফাঁক দিয়ে দেখা যায় ভয়াবহ দৃশ্য। সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে এক যুবকের দেহ।সোমবার সকালের এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া জেলার সাঁতুড়ি থানার নিমটিকুড়ি গ্রামে। মৃত যুবকের নাম সচিন মণ্ডল (৪০)। চেন্নাইয়ে ঠিকা শ্রমিকের কাজ করত যুবক। দিন কয়েক আগে বাড়ি ফিরেছিল সে।
সাঁতুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়মমাফিক স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকদের আর অবশ্য কিছুই করার ছিল না। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সাঁতুড়ি থানার পুলিশ।
প্রতিবেশীরা জানিয়েছেন, যুবক ছিল একাকী। বছর দশেক আগে তার বাবা এই গ্রাম থেকে পাকাপাকি ভাবে অন্য জায়গায় বসবাস শুরু করে। বছর দুয়েক আগে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে রঘুনাথপুর মহকুমা আদালতে। ওই মামলার হাজিরা ছিল সোমবার। কিন্তু হাজিরা দেওয়ার আর সুযোগ মিলল না।

Post Comment