insta logo
Loading ...
×

অযোধ্যার পিপিএসপি স্থানীয়দের দিয়েছে ধোঁকা, দাবি শাসকদলের

অযোধ্যার পিপিএসপি স্থানীয়দের দিয়েছে ধোঁকা, দাবি শাসকদলের

তাপস কুইরি, বাঘমুণ্ডি :

অযোধ্যা পাহাড়ে পিপিএসপি করতে গিয়ে এলাকার মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে বামফ্রন্ট আমলে। এমনই বিস্ফোরক দাবি তৃণমূল কংগ্রেসের।
সোমবার তৃণমূলের প্রথম শহীদ প্রধান সিং সর্দারের স্মরণে অনুষ্ঠান হল বাঘমুন্ডিতে। সেখানেই এই অভিযোগ তোলে শাসক দল।
১৯৯৮সালের ৯ডিসেম্বর প্রধান সিং সর্দার দুষ্কৃতীদের হাতে খুন হন। তার গ্রামের কিছু মানুষের উদ্যোগে তনতন গ্রামে তার একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। পরে বাড়েরিয়া মোড়ে দলের তরফে স্থাপন করা হয় মূর্তিটি।
সোমবার সেই বাড়েরিয়া মোড়ে প্রধান সিং সর্দারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে ২৭তম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ছিল বাউল ও মহিলা ছৌ নৃত্যের আয়োজন। শ্রদ্ধাঞ্জলি সভায় পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাপতি সুজয় বন্দোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বামফ্রন্টের সময়ে অযোধ্যা পাহাড়ে পিপিএসপি করতে গিয়ে এলাকার মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। তাই বর্তমানে টুরগা প্রকল্পের ক্ষেত্রে বাধা আসছে। তার আশ্বাস, তৃণমূল সরকার হলো উন্নয়নের সরকার। টুরগা প্রকল্প হলে এই এলাকার মানুষজনের দাবিকে মর্যাদা দেওয়া হবে।
এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো , পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া , বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো , সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব।

Post Comment