insta logo
Loading ...
×

দুটি পথ দুর্ঘটনা, স্তব্ধ জাতীয় সড়ক

দুটি পথ দুর্ঘটনা, স্তব্ধ জাতীয় সড়ক

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

ফের পথ দুর্ঘটনা ৩২ নং জাতীয় সড়কে। একটি ঘটে রবিবার গভীর রাত্রে কুমারী নদীর ব্রীজের পাশে। অপর ঘটনাটি ঘটে বলরামপুর বাইপাস সংলগ্ন বাঁশগড় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাত্রে একটি স্টিল বার বোঝাই ট্রেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়াদা মন্দিরের পাশে কুমারী নদীর ব্রিজের রেলিঙে ধাক্কা মারে। ধাক্কা মারার পর গাড়ির ইঞ্জিন ঝুলতে থাকে নদীর ব্রিজে। ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক। খবর পাওয়ার সাথে সাথে তাকে উদ্ধার করে বলরামপুরের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে বলরামপুর থানার পুলিশ। তাকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে গভীর রাত্রি থেকে সোমবার সকাল সাড়ে ছটা পর্যন্ত ৩২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
তিনটি ক্রেন নিয়ে এসে ট্রেলারটিকে সরানো হলে, যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার অন্তর্গত ৩২ নম্বর জাতীয় সড়কের আন্ডারপাস সংলগ্ন বাঁশগড় এলাকায়। জানা গিয়েছে জামশেদপুর দিক থেকে পুরুলিয়া গামী একটি আয়রন স্পঞ্জ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়। ঘটনায় গুরুতর ভাবে আহত হয় লরির চালক। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে বলরামপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় আহত চালককে উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তরিত করা হয়।

Post Comment