অমরেশ দত্ত, মানবাজার:
টানা দুদিনের ফুটবল প্রতিযোগিতা। অংশ নিল ১৬ দল। স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু স্মৃতি ট্রফি ও এম এল এ কাপের ফাইনাল অনুষ্ঠিত হলো মানবাজার ১ নং ব্লকের জিতুজুড়ি অঞ্চলের কাদলাগোড়া স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু মেমোরিয়াল স্টেডিয়ামে। মুখোমুখি হয় পুঞ্চা এসআরএস অ্যাকাডেমি ও পুরুলিয়া ডেঞ্জার এফসি। রবিবার ১-০ গোলে এসআরএস অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেঞ্জার এফসি। এদিন পায়রা উড়িয়ে খেলার সূচনা করলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু। দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এদিন উপস্থিত ছিলেন, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরী,পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ সভাপতি গুরুপদ টুডু, তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ধনঞ্জয় বাউরী সহ বিশিষ্টজনেরা।
Post Comment