নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া : তিনজন গুণধর ছিল এই হাড়কাঁপানো ঠাণ্ডার মাঝে পুরুলিয়া সদর হাসপাতালের এসি চুরির ঘটনায়। তাদের মধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সেখ শুভম। বাড়ি পুরুলিয়া শহরের কসাই মহল্লা এলাকায়। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাসে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডের কার্যালয়ে তিনটি এয়ার কন্ডিশনিং মেশিন বসানো ছিল। গত বৃহস্পতিবার সেখান থেকে একটি মেশিন চুরি যায়। শুক্রবার সকালে বিষয়টি হাসপাতালে কর্তৃপক্ষের নজরে আসার পর তারা নিজেদের মতো করে অনুসন্ধান চালান। কিন্তু কোনো হদিশ না পাওয়ায় শুক্রবার পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি সুকমল বিষয়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সদর থানার পুলিশ গ্রেফতার করেছে এক ব্যক্তিকে। বাকি দু-জনের সন্ধানে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।
Post Comment