insta logo
Loading ...
×

কুরুক্ষেত্র হয়ে গেল ধনুডি

কুরুক্ষেত্র হয়ে গেল ধনুডি

তাপস কুইরি, বাঘমুণ্ডি :

পিছনে অযোধ্যা পাহাড়ের মনোরম প্রেক্ষাপট। আর সামনে রক্তক্ষয়ী সংগ্রাম। ঠিক যেন কুরুক্ষেত্র। রবিবার পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার মাঠা অঞ্চলের ধনুডি গ্রামের ধনুডি হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হল মানভূমের ঐতিহ্যবাহী পরব কাড়া লড়াই। নিজেদের সংস্কৃতি রক্ষার্থে প্রাচীন ঐতিহ্য কাড়া লড়াই আয়োজন বলে জানিয়েছেন লড়াইয়ের আয়োজকরা। শুধু পার্শ্ববর্তী গ্রাম নয়, সুদূর ঝাড়খণ্ড থেকেও বেশ কয়েকটি কাড়া এই লড়াইয়ে অংশ নেই। রাবর – ধনুডি কাড়া লড়াইয়ের আয়োজক এবং অন্যতম পৃষ্ঠপোষক হেমন্ত কুমার মাহাতো বলেন এই কাড়া লড়াইয়ে বাঘমুন্ডি, বলরামপুর সহ ঝাড়খন্ড থেকেও বহু সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা গেল।

Post Comment