insta logo
Loading ...
×

দুর্ঘটনার কবলে ট্রাক্টর, মৃত ১ জখম ৩

দুর্ঘটনার কবলে ট্রাক্টর, মৃত ১ জখম ৩

তাপস কুইরি, ঝালদা:

রবিবার সকালে ঝালদা থানা এলাকার নয়াডিতে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গর্তে পড়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টরে থাকা চারজন ব্যক্তিই গুরুতর আহত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় তাদে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে গেড়ু মাহাতো নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাসু মাহাতো, ভালু মাহাতো এবং ধনু মাহাতো। তাঁদের চিকিৎসা চলছে ঝাড়খন্ডের একটি হাসপাতালে।

Post Comment