নিজস্ব প্রতিনিধি, মানবাজার: ফুটবল পেটালেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু স্বয়ং। আর এভাবেই শুরু হলো স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু স্মৃতি ট্রফি ও এম এল এ কাপ। দু দিন ধরে প্রতিযোগিতা চলবে মানবাজার ১ নং ব্লকের জিতুজুড়ি অঞ্চলের কাদলাগোড়ায়স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু মেমোরিয়াল স্টেডিয়ামে। উদ্যোগ নিয়েছে কাদলা-ডাডিঘুটু রৌস্কৌ মহল গাঁওতার পরিচালনায় স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু মেমোরিয়াল ক্লাব। ফুটবল টুর্নামেন্ট ঘিরে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Post Comment