নিজস্ব প্রতিনিধি, ঝালদা: বৃদ্ধ-বৃদ্ধাদের শীত বস্ত্র বিতরণ করে খিঁচুড়ির পংক্তি ভোজন হলো ঝালদায় |
শনিবার ঝালদা থানার বেলডি মোড় সুভাষ চক গড়িয়া গ্রামে পুরুলিয়ার শিক্ষক রাহুল গরাই তথা আরজি ফিজিক্স একাডেমির কর্ণধারের উদ্যোগে গড়িয়া গ্রামের বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী মানুষ মিলিয়ে ১৯০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় | তারপর খিঁচুড়ি খাওয়ানো হয়।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment