insta logo
Loading ...
×

পুন্দাগে আনন্দমার্গীদের নাম সংকীর্তন

পুন্দাগে আনন্দমার্গীদের নাম সংকীর্তন

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: বার্ষিক ‘বাবা নাম কেবলম’ নাম সংকীর্তন হলো জয়পুরের পুন্দাগে। শনিবার
পুন্দাগ বাজারে স্থানীয় আনন্দমার্গ শাখার উদ্যোগে অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম সংকীর্ত্তনের আয়োজন করা হয়। আজ রবিবার শেষ দিন। আধ্যাত্মিক উন্নতি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই উদ্যোগ আধ্যাত্মিক উন্মেষ ও সমষ্টিগত কল্যাণের এক অনন্য নিদর্শন হিসাবে চিহ্নিত হয়েছে। অনুষ্ঠান উপলক্ষ্যে সম্মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণ সেবার মতো নানান কর্মসূচি আয়োজিত হয়। যা উপস্থিত সবার মধ্যে ভক্তি, সম্প্রীতি ও সেবার মনোভাবকে জাগ্রত করে।

Post Comment