নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
বেআইনি বালি উত্তোলনে ক্ষতি হচ্ছে সুবর্ণরেখার। তাই
সুবর্ণরেখা বাঁচাতে ঝালদার তুলিনে নদী বাঁচাও-র ডাক গ্রামবাসীদের। যেভাবে এই তুলিনে ‘মাঠ বাঁচাও কমিটি’ গড়ে উঠেছে সেই ভাবে ‘নদী বাঁচাও কমিটি’ গড়ার ভাবনা রয়েছে এলাকার মানুষজনের। গত শনিবার
ঝালদা থানার তুলিনের ঝাড়খণ্ড সীমানা লাগোয়া সুবর্ণরেখা নদীর বালি ঘাটে বেআইনি বালি তোলাকে কেন্দ্র করে ওই এলাকার মানুষজন এই সিদ্ধান্ত নেন।
‘মাঠ বাঁচাও কমিটি’-র সভাপতি যোগেশ্বর মাহাতো বলেন, “যেভাবে বিধি ভেঙে সুবর্ণরেখার বুক থেকে বালি উত্তোলন হচ্ছে তাতে নদীর ভীষণ ক্ষতি হচ্ছে। বেআইনি বালি উত্তোলন বন্ধ করে নদী বাঁচাতেই হবে।” ইতিমধ্যেই নদী বাঁচাতে পথে নেমেছেন ওই এলাকার মহিলারা।
Post Comment