বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
পুরুলিয়া জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের উদ্বোধন হয়ে গেল পুরুলিয়ার বলরামপুরে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন। শুক্রবার প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সন্ধারানি টুডু, উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়ার পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী সহ অন্যান্যরা। অনুষ্ঠান চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানে প্রতিদিনই বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বাউল গান, ঝুমুর গান, পাতা নাচ, ঘোড়া নাচ, ছৌ নৃত্য, মহিলা ছৌ নৃত্য, যাত্রা , ঝুমুর নাচ, টুসু ও ভাদু সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ! শুক্রবার উদ্বোধনের দিনই বাউল গান, ছৌ নাচ, ঘোড়া নাচ, পাতা নাচ, সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল প্রচুর।
Post Comment