নিজস্ব প্রতিনিধি, বোরো: বিদ্যুতের খুঁটিতে বাইকের সজোরে ধাক্কা। মর্মান্তিক পরিণতি যুবকের।ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পুরুলিয়ার বোরো থানার রামপুর গ্রামের অদূরে। মৃতের নাম প্রসেনজিৎ মণ্ডল (২৮)। সে এই থানারই বুরুডি গ্রামে। এদিন দুপুরে ওই যুবক বান্দোয়ানের দিকে যাচ্ছিল। রামপুরের কাছে মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে সরাসরি ধাক্কা মারে। মাথায় গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। স্থানীয় মানুষজনের সাহায্যে বোরো থানার পুলিশ জখম ওই যুবককে উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু আর কিছুই করার ছিল না। হাসপাতালে আসার আগেই যুবকের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।











Post Comment