নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
ফের বেআইনি ভাবে মদ বিক্রি। আর এই বেআইনি মদ বেচার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার পুলিশ। ধৃতরা হলো নিতুড়িয়া থানার সরবড়ির বাসিন্দা রবি মণ্ডল এবং এই থানারই মানপুর গ্রামের বিপদতারন নাথ। আজ রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ আলাদা আলাদা ভাবে সরবড়ি এবং মানপুর গ্রামে দুটি হোটেলে হানা দেয়। উদ্ধার হয় ১৬ বোতল দেশি মদ। দুই ব্যক্তিকে গ্রেফতার করে দুটি পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment