insta logo
Loading ...
×

স্বপ্নপূরণে ১০ লক্ষ টাকার রাস্তা!

স্বপ্নপূরণে ১০ লক্ষ টাকার রাস্তা!

সঞ্জয় চৌধুরী, বরাবাজার :

মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঢালাই রাস্তার। সেই দাবি পূরণ করে ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাস্তা।বরাবাজার ব্লকের পুড়িয়ারা থেকে প্রতাপপুর পর্যন্ত নির্মিত হবে ঢালাই রাস্তাটি। মঙ্গলবার কাজের উদ্বোধন হয়। ফিতা কেটে কাজের উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো। উপস্থিত ছিলেন বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা, ধেলাতবামু গ্রাম পঞ্চায়েত প্রধান কবিতা মাহাতো, এলাকার বিশিষ্ট সমাজসেবী কাশীনাথ ঘোষ সহ অন্যান্যরা। এরই পাশাপাশি বাজড়া গ্রামে নতুন এক কমিউনিটি ভবনের কাজের সূচনা হয় এইদিন। ‌

Post Comment