নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
নতুন নির্মীত ফ্লাইওভারে যুবকের ঝুলন্ত দেহ। গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায়। ঘটনা পুরুলিয়া জেলার বেগুনকোদর রেল স্টেশনে।
এমনিতেই সোশাল মিডিয়ার কল্যাণে স্টেশনটির ভুতুড়ে বদনাম ঘোচেনি। এবার এই দেহ উদ্ধার কি ভূতের’ কুলে হাওয়া দিয়ে দিল?
সোমবার বিকেলে ঘটনার খবর পেয়ে দেহট উদ্ধার করে পুরুলিয়া জি আর পি থানার পুলিশ। মৃত যুবকের নাম মাগারাম মাহাতো (৩৬)। তার বাড়ি কোটশিলা থানার কুড়িয়াম গ্রামে।
ভুতুড়ে অপবাদ নিয়ে পুরুলিয়া – মুরি রেলপথে কোটশিলা ও ঝালদা স্টেশনের মাঝে দাঁড়িয়ে বেগুনকোদোর হল্ট স্টেশন। এক সময় ভুতুড়ে অপবাদ দশকের পর দশক স্টেশনটি বন্ধ রেখেছিল। চলতি শতকের প্রথম দশকে স্টেশন চালু হলেও কয়েকটি মাত্র লোকাল ট্রেন ওই স্টেশনে থামে। নির্দিষ্ট সময় ছাড়া কেউ স্টেশনে থাকেনই না। সেখানে গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানতে পেরেছে ওই যুবকের মানসিক স্থিতি ভালো ছিল না। মাঝে মধ্যেই বাড়ি থেকে এদিক সেদিক চলে যেতো সে। অবসাদের কারণে আত্মহত্যা বলেও অনুমান অনেকের।
Post Comment