নিজস্ব প্রতিনিধি,রঘুনাথপুর :
সিআইএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃতের নাম পূর্ণ চন্দ্র বাঁদরা (৫৪)। বাড়ি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। তিনি ডিভিসির রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র জি ডি কনস্টেবল পদে কর্মরত ছিল। রবিবার বিকেলে নিজের আবাসন থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই জওয়ানের দেহ উদ্ধার হয়। এরপর স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ওই জওয়ানকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। সোমবার পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হতোয়াড়া ক্যাম্পাসের মর্গের সামনে কফিন বন্দী ওই জওয়ানের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সি আই এস এফের ডেপুটি কমাডেন্ট পি কে দ্বিবেদী সহ অন্যান্য আধিকারিকরা। মৃতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে গান স্যালুট দেওয়া হয় ওই জওয়ানকে।
Post Comment