নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
পুলিশি তৎপরতায় অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার হল নিখোঁজ মূক ও বধির নাবালক। মোবাইলের সূত্র ধরে সোমবার ওই কিশোরকে বর্ধমান থেকে উদ্ধার করে পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোটশিলার নোওয়াহাতু গ্রাম থেকে গত শনিবার সকালে ওই কিশোর বেরিয়ে গিয়েছিল। কিন্তু ওইদিন রাত হয়ে যাওয়ার পরে সে আর বাড়ি ফেরেনি। ওই নাবালকের কাছে থাকা মোবাইলে ফোন করেও যোগাযোগ করা যায়নি। ফলে নাবালকের পরিবারের মনে হয় তাদের বাড়ির ছেলেকে কেউ অসৎ উদ্দেশ্যে ফুসলিয়ে কোথাও নিয়ে গিয়েছে। রবিবার নিখোঁজ নাবালকের বাবা কোটশিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে পুলিশ একটি অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে। তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে পুলিশ জানতে পারে নিখোঁজ ওই কিশোর কোটশিলা স্টেশন থেকে ট্রেন ধরে বর্ধমানে গিয়েছে। এরপর সোমবার বর্ধমান থেকে ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ।
Post Comment