নিজস্ব প্রতিনিধি , নিতুড়িয়া : বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানেও গিয়ে খোয়াতে হলো মোটরবাইক। অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন বড়তোড়িয়া গ্রামের বাসিন্দা কপিলেশ্বর সেন। এই অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কপিলেশ্বর সেন পুলিশকে জানিয়েছেন গত শুক্রবার সন্ধ্যায় নিতুড়িয়া গ্রামে একটি প্রীতিভোজের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান স্থলের বাইরে মোটর বাইকটি রেখে প্রীতিভোজে যোগ দেন তিনি। কিছুক্ষণ পর বাড়ি যাওয়ার জন্য বাইকটি নিতে এসে দেখেন যথাস্থানে মোটর বাইকটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মোটরবাইকের কোনো হদিশ না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি।










Post Comment