insta logo
Loading ...
×

বালির ট্রাক্টর আটকে রক্তাক্ত সিভিক,ধৃত ১

বালির ট্রাক্টর আটকে রক্তাক্ত সিভিক,ধৃত ১

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া: অবৈধ বালি পাচারর ঠেকাতে গিয়ে রক্তাক্ত সিভিক ভলেন্টিয়ার। গ্রেফতার এক অভিযুক্ত। তার নাম শুভ্রজিত মণ্ডল ওরফে সাহেব। বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ছররা গ্রামে। সোমবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তাকে ৩ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
রবিবার ভোর রাতে সিভিক ভলেন্টিয়ার গৌতম কুমার মাহাতো ডিউটিতে থাকাকালীন দেখেন একটি ট্রাক্টর বেআইনি ভাবে বালি বোঝাই করে নিয়ে যাচ্ছে। তিনি ট্রাক্টরটি থামানোর চেষ্টা করেন। হঠাৎই শুভ্রজিত সহ তিন চারজন তাকে ধারালো অস্ত্রের কোপ মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই সিভিক। খবর পেয়ে আসে পুলিশের দল। জখম ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।

Post Comment