নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পাইপ ফুটো করে জল চুরির অভিযোগ উঠল পুরুলিয়ার ৫টি থানা এলাকায়। এই ঘটনায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর হুড়া, রঘুনাথপুর, পাড়া, কাশিপুর, সাঁতুড়িতে অজ্ঞাত পরিচয় গ্রামবাসীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করেছে । তদন্ত শুরু করেছে পুলিশ।
জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তারা দেখতে পান এই ৫ ব্লকের বিভিন্ন জায়গায় পাইপলাইন থেকে বেআইনিভাবে জলের সংযোগ করে নিয়েছেন ওই এলাকার বেশ কিছু বাসিন্দা। তারপরেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেখানে তদন্তে যান। দেখেন কোথাও জলের পাইপলাইন ফুটো, কোথাও ট্যাপ থেকে বাড়িতে পাইপ নিয়ে জলের সংযোগ করা হয়েছে। শুধু তাই নয় পানীয় জলের ট্যাপ থেকে চাষাবাদের কাজও চলছে। আর এই কারণেই পাইপ লাইনে জলের চাপ কমে যাচ্ছে । অন্যত্র অসুবিধায় পড়ছেন মানুষজন। তৈরি হচ্ছে ক্ষোভ। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপ্রিয় চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে কাশিপুর থানার
সুতাবই ও গগনাবাইদ, পাড়ার পতিবাদ ও গোয়ালাডি, সাঁতুড়ির বালিতোড়া, রঘুনাথপুরের নতুনডি ও হুড়ার কলাবনি গ্রামের অজ্ঞাত পরিচয় বাসিন্দাদের বিরুদ্ধে মামলা রুজু হয়।
Post Comment