নিজস্ব প্রতিনিধি,রঘুনাথপুর : সবজি বাজার থেকে মশলা কারখানা। মিষ্টির দোকান থেকে বালি ঘাট। সর্বত্র হানা দিচ্ছে টাস্ক ফোর্স। শুক্রবার সকালে রঘুনাথপুর পুরশহরে সবজি বাজার ও মিষ্টি দোকানে হানা দেয় টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্স-এ
জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, খাদ্য সুরক্ষা দফতর,
মেট্রোলজি দফতর এবং কৃষি বিপণন দফতর ছিলো। টাস্ক ফোর্সের আধিকারিকরা জানান, জেলা জুড়ে ধারাবাহিকভাবে এই অভিযান চলছে। শাক-সবজি থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র সহ খাবারের গুণগত মান যাচাই-র জন্য এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।
রঘুনাথপুরে সবজি বাজার ও মিষ্টি দোকানে হানা টাস্ক ফোর্স-র
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment