অমরেশ দত্ত, বোরো:
জেলাজুড়ে দেখা দিচ্ছে রক্তের ঘাটতি। আর এই রক্তের সংকট মেটাতে ‘রক্তদান জীবন দান’ এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার মানবাজার ২ নং ব্লকের সভাকক্ষে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্যবস্থাপনায় ছিল মানবাজার ২ নং ব্লক। সহায়তা করে পঞ্চায়েত সমিতি। এদিনের শিবিরে মোট ৮০ জন রক্তদান করেন। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা শাসক, মানবাজার ২ নং ব্লকের বিডিও, বোরো থানার অফিসার ইনচার্জ, পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, মানবাজার ২ ব্লক ও পঞ্চায়েত সমিতির আধিকারিকগন সহ অন্যান্যরা।

Post Comment