নিজস্ব প্রতিনিধি , কাশিপুর : বেআইনিভাবে কয়লা মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়ার কাশিপুর থানার পুলিশ। ধৃতের নাম হিমাংশু কুম্ভকার। বাড়ি কাশিপুর থানার কালিদহ গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,অভিযুক্ত ব্যক্তি ইটভাটায় বেআইনিভাবে কয়লা মজুত করেছিল। বুধবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার সন্ধ্যায় কাশিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইটভাটায় হাজির হয়। তারা দেখে এক ব্যক্তি তার ইটভাটার মধ্যে বেআইনিভাবে কয়লা মজুত করেছে। ঘটনাস্থল থেকে মজুত করা ৮ কুইন্টাল কয়লা বাজেয়াপ্ত করে কাশিপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় ওই ইটভাটার মালিককে।
Post Comment