নিজস্ব প্রতিনিধি, বোরো: চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা বাইকের। মৃত্যু বাইক চালকের। জখম আরো এক বাইক আরোহী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় বোরো থানার আঁকরো হাই স্কুলের অদূরে। মৃতের নাম অশোক মাহাতো (৫৭)। বাড়ি বাঁকুড়ার রানিবাঁধ থানার বনশোল গ্রামে। আহত হয়েছেন ওই গ্রামের অধিবাসী নিবারণ মাহাতো। আঁকরো গ্রামের কাড়া লড়াই দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাইক। রক্তাক্ত দুই ব্যক্তিকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক অশোক মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন।
Post Comment