নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
নভেম্বরের পুরুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলো পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার ছিল এই মরশুমের শীতলতম দিন। পুরুলিয়ায় ১০ এর ঘরে তাপমাত্রার পতন।রীতিমতো হাড় কাঁপুনি শুরু হয়েছে। সকালবেলায় আগুন পোহানোর দৃশ্যও দেখা গেল।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা এবার আরও নামতে থাকবে। পুরুলিয়ায় ডিসেম্বর জানুয়ারির ভরা শীতে হামেশাই ৫-৬ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায়। সাম্প্রতিক অতীতে ৪ ডিগ্রির ঘরে পারদের পতনের উদাহরণও রয়েছে। এবার নভেম্বরের গোড়া থেকে শীতের স্ট্রাইক রেট বেশ ভালো পুরুলিয়ায়। একেবারে টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং চলছে। বুধবার সকালের দিকে ট্রেনে-বাসে সেভাবে ভিড় ছিল না। বলা যায় অনেকটা দেরিতে করে এদিন ঘুম ভাঙে পুরুলিয়ার। পুরুলিয়ায় জাঁকিয়ে শীত পড়ায় শীতের পোশাক কেনার ঢল নেমেছে। সবচেয়ে বেশি বিক্রি বাটা চলছে শহর পুরুলিয়ার রাঁচি রোডে তিব্বতি মার্কেটে। হাল ফ্যাশনের শীত পোশাক কিনতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। হালকা অথচ গরম পোশাকের চাহিদা এবছর বেশি।
Post Comment