বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
রকমারি শাক- সবজিতে সেজে ওঠে শীতের সবজি বাজার। তাই এই সময় বাঙালির ভুরিভোজ জমজমাট। কিন্তু সবজি বাজারের চড়া দামে মাথায় হাত মধ্যবিত্তের। তাই সোমবার সকালে পুরুলিয়ার বড়হাটে আচমকাই হানা দিল টাস্ক ফোর্স। পেঁয়াজ হাফ সেঞ্চুরি, গাজর চলছে সেঞ্চুরিতে।পাল্লা দিয়ে দাম বাড়ছে মাছেও। শীতের মরশুমেও পুরুলিয়ার সবজি বাজার আগুন। সোমবার পুরুলিয়া বড়হাটে টাস্ক ফোর্স হানা দিয়ে সতর্ক করে সবজি বিক্রেতাদের। ঘুরে দেখেন সমগ্র বাজার। এদিন এই টাস্ক ফোর্স-এ ছিলেন পুরুলিয়া সদর মহকুমাশাসক উৎপলকুমার ঘোষ, ডিএসপি ডিইবি জীবনেশ রায়, কৃষি বিপণন দপ্তরের আধিকারিক আশিক ইকবাল মন্ডল। পুরুলিয়া সদর মহকুমা শাসক বলেন, “বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে সবজির দামে নিয়ন্ত্রণ রাখতে হবে। তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পেঁয়াজের দাম বেশ খানিকটা বেশি রয়েছে। তাই পেঁয়াজের দাম ৪৬ টাকা ধার্য করা হয়েছে।”
এ বিষয়ে এক বিক্রেতা বলেন, ” ৪৬ টাকা দরে পিঁয়াজ বিক্রি হলে তাতে আমাদের কোন লাভ হবে না। কারণ আমাদের ৪২ টাকায় পেঁয়াজ কিনতে হচ্ছে।”
পুরুলিয়া জেলা পুলিশের ডিএসপি ডিইবি জীবনেশ রায় বলেন, “বাজারগুলিতে আচমকা হানা আমাদের ধারাবাহিকভাবে চলে। এটা আমাদের রুটিন কাজ। কিন্তু হঠাৎ করে আমাদের কাছে খবর আসছিল শীতের বাজার দর বেশ চড়া। তাই মহকুমাশাসক আমাদের সঙ্গে বাজার পরিদর্শন করেন।”
এ বিষয়ে কৃষি বিপনন দপ্তরের আধিকারিক আশিক ইকবাল মন্ডল বলেন, “আলু, পেঁয়াজ আর কয়েকটি সবজি ছাড়া বাজার দর মোটামুটি স্বাভাবিক। বাজার দর যাতে আরও কম থাকে সে বিষয়ে আমরা নজরদারি চালাচ্ছি।”
এদিন বাজার করতে আসা পার্থ গঙ্গোপাধ্যায়, চৈতালি বন্দ্যোপাধ্যায় বলেন, “শীতে বাজার দর সেভাবে কমেনি। ৫০ টাকার নিচে কোন সবজি মিলছে না। মাছের দামও বেশ চড়া রয়েছে। “এ বিষয়ে মাছ বিক্রেতা লিল্টু ধীবর বলেন, “বিয়ের লগ্ন থাকার কারণে মাছের দাম অনেকটাই বেশি হয়েছে। কাতলা মাছের দাম বেড়ে গিয়েছে দুদিন আগেই। আগে ২৬০ টাকা কেজি ছিল। তা বেড়ে ৩০০ টাকায় দাঁড়িয়েছে।”
পুরুলিয়ার বড়হাটে সবজির দর
পেঁয়াজ ৫০, আলু ২৮, টমেটো ৬০, গাজর ১০০, মটরশুটি ১৪০, পটল -৫০, গাজর ১০০, বিনস ৬০, শসা ৫০, উচ্ছে ৬০, টমেটো ৬০, বিট ৮০, ঝিঙে ১০০, ঢেঁড়স ৮০, লাউ ৩০, বেগুন ৬০, বাঁধাকপি ৪০, ফুলকপি প্রতিটি ২০, সিম ৮০, আদা-৭০, ক্যাপসিকাম ৮০, পেঁপে ২০, কাঁচকলা প্রতিটি ৬ টাকা, রসুন-৩০০, মূলো ২০, ধনেপাতা ৩০০, কুমড়ো ৩০, পালং শাক ৩০, লাল শাক ৩০, আলু ২৮, নতুন আলু ৪৫।
(প্রতি কেজিতে টাকা )
পুরুলিয়ার বড় হাটে মাছের দর
দেশি কাতলা ৩০০, চারাপোনা ২০০, দেশি রুই ২৬০, চিংড়ি ৬০০, পমফ্রেট ৬০০-৭০০, ভেটকি ৬০০, মৌরলা ২০০, লোটে ১৬০, ট্যাংরা ৬০০, বড় ট্যাংরা ৩০০, পাবদা-৪০০, পারসে- ৪০০, ইলিশ ৬০০ থেকে ১৫০০।
(প্রতি কেজিতে টাকা )
Post Comment