নিজস্ব প্রতিনিধি, জয়পুর : ফের বালি পাচার রুখল পুলিশ। বালি বোঝাই ট্রাক্টর হলো বাজেয়াপ্ত। ঘটনা পুরুলিয়া জেলার জয়পুর থানা এলাকায়। ট্রাক্টরের চালক পলাতক। তবে চালক ও মালিকের বিরুদ্ধে একটি সুয়োমোটো মামলা রুজু করেছে পুলিশ। রবিবার রাতে পুরুলিয়া – রাঁচি রাজ্যে সড়ক ধরে জল ট্যাঙ্কির দিক থেকে বালি বোঝাই করে একটি ট্রাক্টর জয়পুরের দিকে আসছিল। এই খবর পেয়ে পুলিশ জয়পুর কৃষক বাজারের কাছে চলে আসে। পুলিশ দেখে রাস্তার উপর বালি বোঝাই ট্রাক্টরটি রেখেই পালিয়ে যায় চালক। বালি তোলা বা পরিবহনের কোন কাগজ ছিল না ট্রাক্টরে। ট্রাক্টরটি বাজেয়াপ্ত করা হয়।
Post Comment