insta logo
Loading ...
×

নিজেকে চেনালো বিক্রমের ভজন

নিজেকে চেনালো বিক্রমের ভজন

তাপস কুইরি, ঝালদা :

মঞ্চে তখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক বিক্রম হাজরা। তাঁর সুরেলা কণ্ঠে ভজন সন্ধ্যায় অনেকের চোখের পাতা ভিজে উঠল৷ এ যে ভক্তি রস। আর এই ভক্তিরসের জোয়ারে ঝালদাকে ভাসালো আর্ট অফ লিভিং নামক আন্তর্জাতিক সংস্থা। ঝালদা ব্লক ময়দানে হেমন্তের হিম ঝরা সন্ধ্যায় ভজন জমালো ভিড়।
আর্ট অফ লিভিং সংস্থার রাজ্য কো – অর্ডিনেটর জিতেন্দ্রনাথ মাহাতো জানান, ঝালদা ব্লক ময়দানে আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে যে ভজন সন্ধ্যের আয়োজন করা হয় সেখানে
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীত শিল্পী বিক্রম হাজরা গাইলেন। ভজন সন্ধ্যা আয়োজনের একটাই উদেশ্য। নিজের ধর্মকর্ম জ্ঞান, নিজেকে চেনা, নিজের পরিবারকে চেনা।
কারণ আজকের যুব সমাজ মোবাইল ফোনে ব্যস্ত। তারা নিজের সংস্কৃতি, নিজের ধর্মকে ভুলে যাচ্ছে। তাই তাদের মনে চেতনা জাগাতে এই ভজন সন্ধ্যার আয়োজন। ভজন সন্ধ্যার সুরেলা সফরে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় , ঝালদার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল সহ অন্যান্যরা।

Post Comment