নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
খেত থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মানবাজারের কুঁদা গ্রামে। মৃত যুবকটি হলেন মানবাজার ১ নম্বর ব্লকের কামতা জাঙ্গিদিরি অঞ্চলের কুঁদা গ্রামের বাসিন্দা বচন মাঝি (৩২) রবিবার সকালবেলা গ্রামের মানুষ তাকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে গ্রামের সিভিক ভলেন্টিয়ারদের খবর দেন। কেন্দা থানার পুলিশ তৎক্ষণাৎ সেখানে ছুটে যান। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কী ভাবে মৃত্যু হলো যুবকের পুলিশ তার তদন্ত শুরু করেছে।
Post Comment