নিজস্ব প্রতিনিধি , আদ্রা: প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পুরুলিয়ার আদ্রা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন নিখোঁজ কিশোরীর পরিবার। পরিবারের দাবি , গত সোমবার সকালে ১৭ বছর বয়সী ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন রেল শহর আদ্রার এক যুবক অসৎ উদ্দেশ্যে ফুসলিয়ে তাদের বাড়ির মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে আদ্রা থানার পুলিশ। এখনো পর্যন্ত নিখোঁজ ওই কিশোরীর কোন খোঁজ পাওয়া যায়নি বলে সূত্র মারফত জানা গিয়েছে।
Post Comment