insta logo
Loading ...
×

শহীদ কোঁকা কমার কারমালি জন্মজয়ন্তী পালন ঝালদায়

শহীদ কোঁকা কমার কারমালি জন্মজয়ন্তী পালন ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা: বীর শহীদ কোঁকা কমার কারমালি জন্মজয়ন্তী উৎসব পালন হল ঝালদায়। বৃহস্পতিবার ঝালদা ১ নম্বর ব্লকের ডিগারডিতে আদিবাসী কারমালি সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় ওই জন্মজয়ন্তী পালন হয়। আয়োজক সংগঠনের জেলা পর্যবেক্ষক নবঘন কারমালি পতাকা উত্তোলন ও শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠান থেকে আদিবাসী জনজাতির মানুষজনদের নানা সমস্যার কথা উঠে আসে। সমস্যা গুলি দ্রুত সমাধানের দাবি তোলেন তারা। সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মত।

Post Comment