insta logo
Loading ...
×

বড়দিনের আগেই বাড়ির টাকা পাবেন উপভোক্তারা,মানবাজারে পুলিশ চেকিং

বড়দিনের আগেই বাড়ির টাকা পাবেন উপভোক্তারা,মানবাজারে পুলিশ চেকিং

নিজস্ব প্রতিনিধি, মানবাজার: আবাস প্লাসের চূড়ান্ত তালিকা রূপায়ণে শেষ দফার চেকিং করছে পুলিশ। বৃহস্পতিবার মানবাজার ১ নম্বর ব্লকের মানবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস প্লাস অপেক্ষমান তালিকায় থাকা নামের ভিত্তিতে চেকিং করে মানবাজার থানার পুলিশ। ওই চেকিং-এ ছিলেন মানবাজার থানার এসআই অশোককুমার সেন। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই বাড়ি পাওয়ার চূড়ান্ত তালিকা তৈরি হবে। বড়দিনের আগেই বাড়ির টাকা পাবেন উপভোক্তারা।

Post Comment