দেবীলাল মাহাত, কাশিপুর:
“ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড আ্যাক্রিডিটেশন কাউন্সিল”(ন্যাক)-র মূল্যায়নে আবার ‘বি’ গ্রেড পেল কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়। এই নিয়ে পরপর দুবার ‘বি’ গ্রেড পেল গ্রামীণ এলাকার এই কলেজ। ২০১৬ সালে প্রথমবার এই কলেজ ‘বি’ গ্রেড পেয়েছিল ।
২০০০ সালের ২৬ শে সেপ্টেম্বর এই কলেজের পথ চলা শুরু। তারপর ধাপে ধাপে কলেজের বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হয়।এরপর নিয়ম মেনে কলেজের তরফে, প্রথম বার ২০১৬ সালে ‘ন্যাক’-র মুল্যায়ন করা হয়। ‘ন্যাক’-র মুল্যায়নে ‘বি’ গ্রেড পায় কলেজ। তারপর আবার ‘ন্যাক’ করানো হলো ২০২৪ সালে। কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে ন্যাক প্রতিনিধিদের এবার ছিল দ্বিতীয় পরিদর্শন। ১১ ও ১২ নভেম্বর কলেজে আসেন ন্যাকের তিন সদস্য-র প্রতিনিধি দল। দু’দিন ধরে কলেজের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তারা। কথা বলেন, কলেজের ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা সহ পরিচালন সমিতির সদস্যদের সাথে। গতবার প্রতিনিধি দল যে সব পরামর্শ দিয়েছিল সেগুলো ঠিকঠাক মানা হয়েছে কি না তা খতিয়ে দেখেন। কলেজের বিভিন্ন বিভাগ, লাইব্রেরী, ঔষধির উদ্যান, হোষ্টেল, এন এস এসের কার্যকলাপ সহ সমগ্র কলেজ ঘুরে দেখেন। তারপর দিল্লি ফিরে গিয়ে ইউজিসির কাছে রিপোর্ট জমা দেয়। সেই মতো বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করা হয়। দেখা যায় কলেজ পেয়েছে ২.২৫ পয়েন্ট। অর্থাৎ আবার’ বি’ গ্রেড।
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলির স্বীকৃতি দেওয়া ও মান নির্নয় করার জন্য ১৯৯৪ সালে চালু হয়েছিল ‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড আ্যাক্রিডিটেশন কাউন্সিল’ (ন্যাক)। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর ন্যাকের মুল্যায়ন করাতে হয় শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে । তার ভিত্তিতে ইউসিজির তরফ থেকে অর্থ বরাদ্দ হয়।
কলেজের অধ্যক্ষ বিভাসকান্তি মন্ডল জানান, “কলেজের সকলের সহযোগিতায় এই সাফল্য এসেছে। মাঝে করোনা এসে যাওয়ায় ২০২১ সালে ন্যাকের মুল্যায়ন করা যায়নি। ন্যাকের প্রতিনিধিরা কলেজে এসে সমস্ত কিছু খুঁটিয়ে দেখেন।এবারেও ন্যাকের প্রতিনিধি দল বেশ কিছু পরামর্শ দিয়েছেন। কৃষিভিত্তিক পাঠ্যক্রমের মধ্য দিয়ে শিক্ষা দান সম্ভম কিনা, তা কলেজ কর্তৃপক্ষকে খতিয়ে দেখার কথা বলেছে প্রতিনিধি দল।” পরের বার আরও ভালো পয়েন্ট মিলবে বলে তিনি আশাবাদী। আশাবাদী পড়ুয়ারাও।
Post Comment