insta logo
Loading ...
×

নতুন সদস্যের সন্ধানে গেরুয়া শিবির

নতুন সদস্যের সন্ধানে গেরুয়া শিবির

অমরেশ দত্ত, মানবাজার:

নতুন সদস্যের সন্ধানে সারা দেশে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। বাংলায় দেরিতে কর্মসূচি শুরু করেও বড় লক্ষ্যের দৌড়ে রাজ্য বিজেপি। এবার নতুনদের সঙ্গে পেতে নতুন পরিকল্পনা।

মানবাজার বিধানসভার কনভেনার বাণীপদ কুম্ভকার বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। সেই লক্ষ্য পূরণে আমরা কাজ করে চলেছি। সদস্য সংগ্রহ অভিযানে নেমে কিছুটা এগোলেও এখনও অনেক পথ বাকি রাজ্য বিজেপির। দলের পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে, অতীতে বিজেপির সদস্য হননি, এমন লোকজনকেও সংগঠনে টেনে আনতে হবে। প্রয়োজনে মানবাজার মহকুমার বিভিন্ন জনবহুল এলাকায় ক্যাম্প করে সদস্য সংগ্রহ করতে হবে। আর এই লক্ষ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার মানবাজার ও পুঞ্চাতে অনুষ্ঠিত হল সাধারণ বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া লোকসভার সহ আহ্বায়ক সুপ্রভাত পাত্র, পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক ময়না মুর্মু সহ মানবাজার ও পুঞ্চা ব্লকের নেতাকর্মীরা।

Post Comment