নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি :
খোদ বিধায়কের দেওয়া ফোন নম্বরে প্রতারণার ফাঁদ! সেই ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ঠিকাদার।ঘটনা ঘিরে পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা এলাকায় পড়েছে শোরগোল।
গত বুধবার সাঁওতালডি থানার পাবড়া গ্রামের বাসিন্দা পেশায় ঠিকাদার বিশ্বজিৎ সিকদার থানায় একটি অভিযোগ দায়ের করে জানিয়েছেন , জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের পুরুলিয়া ডিভিশনের আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদীয়ার চাঁদ বাউরির সঙ্গে যোগাযোগ করে। এরপরেই বিধায়ক বিশ্বজিৎ বাবুকে পাইপলাইনের কাজ পাইয়ে দিতে নিজেকে আধিকারিক পরিচয় দেওয়া ওই রাজু কুমার সিং-র ফোন নম্বর দেন। এরপর বিধায়কের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন তিনি। রাজু কুমার সিং নামে ওই ব্যক্তি নিজেকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেন। আর তাকে পাইপলাইনের কাজ দেওয়ার নাম করে ১,৩৬,৫০০ টাকা নেন। ৪ নভেম্বর এবং ৫ নভেম্বর দুদিনে তিন ধাপে ওই টাকা বিশ্বজিৎ বাবু তাদের দেওয়া ব্যাংক একাউন্টে পাঠিয়েছেন। পরে ঠিকাদারের সন্দেহ হয় যে তিনি পড়েছেন প্রতারণার ফাঁদে। তবে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে বৃহস্পতিবার বিজেপি বিধায়ক নদীয়ার চাঁদ বাউরিকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। প্রতারকের ফোন নম্বর এবং যে ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হয়েছিল সেগুলির বিশদ বিবরণ খতিয়ে দেখা হচ্ছে।
Post Comment