insta logo
Loading ...
×

জয় জোহারে আদিবাসী সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে সরকার

জয় জোহারে আদিবাসী সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে সরকার

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :

ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পুরুলিয়া জেলার ১৭টি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে জয় জোহার মেলা। রাজ্যের আদিবাসী অধ্যুষিত ১০২টি ব্লকে এই মেলার আয়োজন।
পিছিয়ে পড়া আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ২ দিনের ‘জয় জোহার মেলা’। জেলাস্তরের মূল অনুষ্ঠান হচ্ছে মানবাজার-২নং ব্লক এলাকায়। এছাড়া আড়ষা, বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, বরাবাজার, হুড়া, ঝালদা-১নং, ঝালদা-২নং, জয়পুর, কাশীপুর, মানবাজার-১নং, নিতুড়িয়া, পুরুলিয়া-১নং, রঘুনাথপুর-১নং, পুঞ্চা ও সাঁতুড়ি ব্লকে আয়োজিত হচ্ছে এই মেলা।

মানবাজার ১ নং ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ বুধবার মানবাজার ব্লক ময়দানে অনুষ্ঠিত হল জয় জোহার মেলা। এদিন মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু।অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়।

এদিন উপস্থিত ছিলেন,মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহকারী সভাপতি দিলীপ পাত্র,জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরী,বিশিষ্ট সমাজ সেবী গুরুপদ টুডু সহ অন্যান্য আধিকারিকগণ ও বিশিষ্টজনেরা।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এসে উপস্থিত হয়েছিলেন এই মেলায়।
বরাবাজার ব্লকের ব্লক সংলগ্ন ইঁদটাড় ময়দানে জয় জোহার মেলার উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন বরাবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিবান চ্যাটার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা , অনগ্রসর শ্রেণি কল্যাণ আধিকারিক মৌমিতা মুখার্জি, জেলা পরিষদের সদস্যা সুমিতা সিংহ মল্ল, বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাতো , আদিবাসী সম্প্রদায়ের সুনীল হাঁসদা, জলধর সিং সর্দার প্রমুখ।

জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে জয় জোহার মেলার উদ্বোধন হল জয়পুর ব্লকে৷ আজ বুধবার ও আগামীকাল চলবে মেলা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপ সচিব জীবনকৃষ্ণ বিশ্বাস। তাঁর আবৃত্তি দর্শক শ্রোতাদের মন কেড়ে নেয়। উপস্থিত ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ, বিডিও সৌম্য শাসমল, জয়েন্ট বিডিও শমীক দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো সহ অন্যান্যরা।

রক্তদান শিবির ও জয় জোহার মেলার শুভ সূচনা হলো ঝালদা ১ নং ব্লকের মাঠে। প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করলেন ঝালদা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সারতি মুড়া ও সমষ্টি উন্নয়ন আধিকারিক মদনমোহন মুর্মু। এদিন মেলা উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ব্লকের কন্যাশ্রী ভবনে। রক্তদান করেন ব্লকের স্থায়ী ও অস্থায়ী কর্মী সহ স্থানীয় মানুষজন।
মেলাতে পাতা নাচ , সাঁওতাল নাচ , ছৌ নাচ ইত্যাদি অনুষ্ঠানের পাশাপাশি আদিবাসী হস্তশিল্প থেকে কৃষি দপ্তর সহ অন্যান্য স্টলে দর্শকদের ভিড় জমে।

বাঘমুণ্ডি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় অযোধ্যা পাহাড়ের হিলটপ ফুটবল ময়দানে দুই দিনের জয় জোহার মেলার শুভ সূচনা হয়। মেলার উদ্বোধন করেন বাঘমুণ্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো। উপস্থিত ছিলেন ঝালদার মহকুমা শাসক রাখি বিশ্বাস, বাঘমুণ্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আর্য তা, বাঘমুন্ডির সিডিপিও সৈকত ভট্টাচার্য, পুরুলিয়া জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া, বাঘমুণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী, সহ-সভাপতি মানস মেহেতা, পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ প্রসন্নজিত মুখার্জী, অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা মুড়া, এলাকার বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী শিবুরাম কিস্কু সহ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যগণ। দুইদিনের মেলাতে থাকছে আদিবাসীদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ফুটবল প্রতিযোগিতার আয়োজন।

Post Comment