নিজস্ব প্রতিনিধি, কোটশিলা: ফের বালি পাচার রুখল পুলিশ। বাজেয়াপ্ত হলো একটি ট্রাক্টর। অভিযোগ, ঘটনা পুরুলিয়া জেলার কোটশিলা থানা এলাকায়। পুলিশের হাতে ধৃত ট্রাক্টর চালক। ধৃতের নাম বিভীষণ কুমার। তার বাড়ি কোটশিলা থানার বড়রোলা গ্রামে।
সোমবার বিকেলে পুরুলিয়া – রাঁচি রাজ্যে সড়ক ধরে জয়পুরের দিক থেকে বালি বোঝাই করে ঝালদার দিকে যাচ্ছিল ওই ট্রাক্টরটি। খবর পেয়ে পুলিশ হরিডি মোড়ে পৌঁছে একশো সি এফ টি বালি বোঝাই ওই ট্রাক্টরটি আটক করে। বালি পরিবহনের জন্য বৈধ কোনো নথি থাকায় ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করে
মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। চালককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ট্রাক্টরের মালিকের বিরুদ্ধেও একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
Post Comment