বিশ্বজিৎ সিং সর্দার , বলরামপুর :
জাতীয় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির পরিচয় মিলল। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মাগারাম মাহাতো (৬০)। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের ভালিকা গ্রামে। সোমবার ওই ব্যক্তিকে বেড়াদা মন্দির সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলরামপুর থানার টহলরত পুলিশকর্মীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা বেগতিক দেখে তাঁকে ভর্তি করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু চিকিৎসার আর কোন সুযোগ দেননি তিনি। পুলিশের অনুমান কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনার কবলে পড়েছিলেন বৃদ্ধ।
বলরামপুর থানা সূত্রে জানা গিয়েছে , সোমবার রাত্রি দশটার সময় মাগারাম মাহাতো সাইকেলে করে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন সেই সময় কোনো অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। পুরুলিয়া টাউন থানা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১-টার সময় এই ঘটনার প্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে বলরামপুর থানার পুলিশ।









Post Comment