নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি: একটি চার চাকার গাড়ি উল্টে জখম হলেন একজন। মঙ্গলবার সাঁওতালডিহি থানার নপাড়া মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি যাত্রী নিবাসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই চার চাকার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জখমের নাম মহম্মদ হোসেন। তার বাড়ি সাঁওতালডি থানার কাঁকিবাজারে। বয়স ৩২। দুর্ঘটনার পরেই পুলিশের হস্তক্ষেপে তাকে সঙ্গে সঙ্গে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার অবস্থা স্থিতিশীল।
Post Comment